সংসদে বৃহত্তম বাজেট পেশ
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করেছেন। নতুন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ রাখা হয়েছে।
এবারের বাজেটের আকার চার লক্ষ ২২৬ কোটি টাকা। অর্থমন্ত্রীর ১১তম বাজেট হতে চলেছে এটি।
দেশের রাজস্ব আয়ের অন্যতম উৎস রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রাখা নতুন বাজেটের অন্যতম চ্যালেঞ্জ হবে যা গত বছরজুড়ে কমেছে। বিদেশে বাংলাদেশিদের বৃহত্তম শ্রমবাজার উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত ছয়টি দেশ থেকে আয় কমে যাওয়ায় দেশের সামগ্রিক রেমিটেন্স প্রবাহে এই নেতিবাচক প্রভাব পড়েছে।
জাতীয় সংসদের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সাংসদদের উপস্থিতিতে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন।
Comments