কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করলো সৌদি, মিশর, আমিরাত, বাহরাইন

কাতারের রাজধানী দোহার কূটনৈতিক এলাকা। ছবি: রয়টার্স

কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে দেশ চারটি কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগ এনেছেন।

বিশ্বের সবচেয়ে পুরনো ইসলামপন্থি আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়ায় প্রতিবেশী দেশগুলো সম্মিলিতভাবে এই পদক্ষেপ নিলো। এমনকি কাতারের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ইন্ধন যোগানোরও অভিযোগ এনেছে তারা।

সম্পর্ক ছিন্নকারী তিনটি দেশ কাতারের সাথে পরিবহন যোগাযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে। এসব দেশে বসবাসকারী কাতারের নাগরিক ও ভ্রমণকারীদের দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারের রাষ্ট্রায়ত্ত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরার ওপরও ক্ষুব্ধ সৌদি আরব। দেশটি মনে করে, কাতার জঙ্গিবাদে সহায়তা ও আল জাজিরার মাধ্যমে এই সহিংস মতাদর্শ বিশ্বব্যাপী প্রচার করছে।

আর আরব অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ মিশরের অভিযোগ, কাতার পরিকল্পিতভাবে আরব বিশ্বে বিভক্তি তৈরি করে অস্থিতিশীল নিরাপত্তা বিঘ্নিত করছে।

এর আগে একই কায়দায় ইরানের সাথেও সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। সৌদি আরবের ওই পদক্ষেপের পর আরও তিনটি দেশ বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছিল।

শিয়া মুসলিমদের বিশিষ্ট ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ ও নানান ঘটনার জের ধরে ইরানের সাথে তখন প্রতিবেশীদের উত্তেজনা তৈরি হয়েছিল।

শুধু তাই নয়, ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় তখন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

123 ‘pushed in’ from India

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

8m ago