ঢাবিতে রাজু ভাস্কর্যের বেদিতে উঠে গেল গাড়ি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সড়ক দ্বীপের রাজু ভাস্কর্যের বেদিতে দুর্ঘটনাবশত একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল থেকে আমাদের ঢাবি প্রতিনিধি জানান, দুর্ঘটনায় রাজু ভাস্কর্যের কোন ক্ষতি না হলেও এর চারপাশে থাকা লোহার বেড়াটি দুমড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন নারী টয়োটা প্রিমিও মডেলের গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সোজা ভাস্কর্যের বেদিতে গাড়ি তুলে দেন।
শাহবাগ থানার উপ পরিদর্শক মোহাম্মদ বদরুল বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ গাড়িটি জব্দ করেছে।
Comments