বলিউডে এবার ‘গায়িকা ঐশ্বরিয়া’

aishwarya rai
অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবি: রয়টার্স

বলিউডের সুপার স্টার সালমান খান, শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাটের পর এবার গায়িকা হিসেবে আর্বিভাব হওয়ার পথে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সাবেক মিস ওয়ার্ল্ডকে দেখা যাবে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরবর্তী ছবি “ফ্যানি খান”-এ।

মুম্বাই মিররের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, একটি মিউজিক্যাল কমেডি হিসেবে “ফ্যানি খান”-এ অভিনয় করবেন অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই। প্রায় ১৭ বছর পর এক পর্দায় দেখা যাবে তাঁদের। সে কথা ভিন্ন।

আসল কথা হচ্ছে, সেই ছবিতে একজন গায়কের চরিত্রে দেখা যাবে অনিলকে। কয়েকটি গানও গাবেন তিনি। তবে, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের পরামর্শ “ঐশ্বরিয়াকে দিয়েও গান গাওয়ানো হতে পারে”।

“ফ্যানি খান”-এর সহ-প্রযোজক প্রেরণা অরোরা সাংবাদিকদের বলেন, “আমাদের সিনেমাটিতে ঐশ্বরিয়াকে নেওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। তাঁকে দিয়ে অন্তত একটি গান গাওয়ানো হতে পারে।”

ঐশ্বরিয়াকে একজন “অলরাউন্ডার” হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আসুন, আমরা গায়িকা হিসেবে ঐশ্বরিয়ার অভিষেক হওয়ার প্রতীক্ষা করি। আশা করি, তিনি এ কাজটাও সফলতার সঙ্গে করতে পারবেন। যদি তিনি এই প্রস্তাবটা গ্রহণ করেন।”

উল্লেখ্য, “ফ্যানি খান” ছবিটি হবে ২০০০ সালের ডাচ মুভি “এভরিবডিস ফেমাস”-এর হিন্দি সংস্করণ। তবে ছবিটির নির্মাতারা এর গল্পে খানিকটা পরিবর্তন আনবেন বলেও জানিয়েছেন। প্রেরণার মতে, ছবিটিতে ঐশ্বরিয়া থাকবেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago