‘ইউনেস্কোর বৈঠকে রামপালে ১২ দেশের সমর্থন’
সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তাদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি আজ বলেন, তুরস্ক ফিনল্যান্ডসহ মোট ১২টি দেশ রামপাল প্রশ্নে বাংলাদেশ সরকারকে সমর্থন দিয়েছে।
জ্বালানি উপদেষ্টার দাবি, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে যে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছিল ইউনেস্কোর অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে তার সমাপ্তি হয়েছে। এর সাথে তিনি রামপালের বিরুদ্ধে আন্দোলনকারীদেরও তাদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৌফিক-ই-ইলাহী। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ক্রাকো শহরে এই বৈঠকটি চলছে।
ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিদ্যুৎ প্রকল্পের প্রযুক্তিগত দক্ষতা ও সুন্দরবনের ওপর এর ন্যূনতম প্রভাবের বিষয়টি বাংলাদেশ বিস্তারিতভাবে তুলে ধরতে সফল হওয়ায় ইউনেস্কো তার আগের অবস্থান থেকে সরে এসেছে।
তৌফিক বলেন, বাংলাদেশের সুনাম ও সক্ষমতার কারণেই এই মেগা পাওয়ার প্ল্যান্ট থেকে ইউনেস্কো তার আপত্তি তুলে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার ইউনেস্কোর আস্থা অর্জনে ভূমিকা রেখেছে বলেও তিনি যোগ করেন।
Comments