স্বাধীন বাংলা বেতারের ৫৮ শিল্পীর মুক্তিযোদ্ধা খেতাব লাভ

Swadhin Bangla Beter Kendra

বাংলাদেশ সরকার আজ “শব্দ সৈনিক” হিসেবে খ্যাত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫৮ শিল্পীকে মুক্তিযোদ্ধা খেতাব দিয়েছে।

খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ব্যঙ্গাত্মক ও শ্লেষাত্মক মন্তব্যে ভরপুর অনুষ্ঠান “চরমপত্র”-এর উপস্থাপক এমআর আখতার মুকুল, চিত্রপরিচালক এবং অভিনেতা সুভাষ দত্ত, সংগীতশিল্পী তিমির নন্দী এবং ফকির আলমগীর।

ন্যাশনাল ফ্রিডম ফাইটারস কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

গত নভেম্বরে যুদ্ধকালীন এই বেতার কেন্দ্রের ১০৮ জন শিল্পীকে মুক্তিযোদ্ধার খেতাব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের শাসনকালে এ পর্যন্ত ২৫৮ জন শব্দ সৈনিককে এই সম্মানে ভূষিত করা হলো।

মুক্তিযুদ্ধ চলাকালে শব্দ সৈনিকেরা এই বেতার কেন্দ্রটির মাধ্যমে জাতিকে স্বাধীনতাযুদ্ধে উদ্বুদ্ধ করে ও অনুপ্রেরণা জোগান। এছাড়াও, সে সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিবেশী ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্যে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন।

১৯৭১ সালের ৩০ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী চট্টগ্রামের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রে বোমা ফেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার ৩ এপ্রিল ভারতের ত্রিপুরা থেকে চলতে থাকে। এরপর, ২৫ মে ত্রিপুরা থেকে বেতার কেন্দ্রটি কলকাতায় স্থানান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago