চট্টগ্রামে ভূমিধসে একই পরিবারের ৫জন নিহত

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ ভোররাতে ভূমিধসে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন ফাতেমা (৩০), তাঁর ছেলে ইউসুফ (১২) এবং ননদ রাবেয়া খাতুন (২৮), তাঁর দুই মেয়ে সামিয়া (৭) এবং নামিয়া (৫)।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান আমাদের চট্টগ্রাম প্রতিনিধিকে জানান, অবিরাম বৃষ্টির ফলে আজ ভোরের কোন এক সময়ে প্রত্যন্ত জঙ্গল সালিমপুর এলাকায় ভূমিধসের এই ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, পাহাড়ের একটি অংশ ধসে ঘরের ওপর পড়লে একই পরিবারের একজন মা, তাঁর ১০ বছরের ছেলে, দুই মেয়ে এবং একজন নিকটাত্মীয় নিহত হন।

তবে নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago