অবশেষে ভেসে উঠলো ‘ডুব’

doob
অভিনেত্রী রোকেয়া প্রাচী, ইরফান খান ও তিশা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

অনেক বিতর্ক পেরিয়ে অবশেষে “ডুব” ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। গতকাল (৮ আগস্ট) ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। তাই এর মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

আসছে ৩ নভেম্বর “ডুব” ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী গত রাতে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ওকে, আপনাদের মতো আমরাও জানতে পেরেছি “ডুব”-এর সেন্সর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, দ্রুতই আমরা সার্টিফিকেট হাতে পাব। এই দীর্ঘ অপেক্ষার সময়ে আপনাদের সমর্থন আমাদের স্পিরিট ঠিকঠাক রেখেছে। আপনাদের ধন্যবাদ। সেন্সর বোর্ডকে ধন্যবাদ। সরকারের সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ।”

“ডুব” সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান, রোকেয়া প্রাচী, তিশা ও পার্নো মিত্র। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে “ডুব” তৈরি করা হয়েছে এমন বিতর্ক রয়েছে ছবিটি নিয়ে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি “ডুব” ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ ও ইরফান খান।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago