আরেকটি জনসচেতনাতামূলক ছবিতে অক্ষয় কুমার

স্যানিটারি ন্যাপকিন নিয়ে ছবি ‘প্যাডম্যান’

Padman
“প্যাডম্যান” চলচ্চিত্রের পোস্টার। ছবি: সংগৃহীত

“টয়লেট: এক প্রেম কথা”-র পর আরেকটি জনসচেতনাতামূলক ছবির দিকে মনোযোগ দিচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। “পা”-খ্যাত পরিচালক আর বালকি এবার তৈরি করবেন স্যানিটারি ন্যাপকিনের ওপর ছবি “প্যাডম্যান”।

টুইংকেল খান্নার লেখা চিত্রনাট্যে ছবিটিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং সোনম কাপুর।

ছবিটির অন্যতম প্রযোজক প্রেরণা অরোরা গণমাধ্যমকে বলেন, “টুইংকেল তাঁর সৃজনশীলতা দিয়ে ‘প্যাডম্যান’-এর গল্পটিকে এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আমরা অক্ষয়ের কাছেও কৃতজ্ঞ। তাঁরা আমাদেরকে এমন একটি চমৎকার চলচ্চিত্রের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ দিয়েছেন।”

“টয়লেট” ছবিটিরও প্রযোজক প্রেরণা এর নায়ক অক্ষয় কুমারকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে বলেন, “নতুন ছবিটি তাঁর (অক্ষয়ের) অনুপ্রেরণাতেই তৈরি হচ্ছে। আমরা তাঁর কাছে থেকেই শিখেছি কিভাবে একটি বিষয়কে সিনেমার জন্যে নির্বাচিত করতে হয় এবং কিভাবে তা নিয়ে এগিয়ে যাওয়া যায়।”

এবার ছবিটি সম্পর্কে তিনি বলেন, “একটি সিনেমায় সুন্দর দৃশ্যের গান দিয়ে দর্শকদের বিনোদন দেওয়ার দিন শেষ। ভারতীয় সিনেমাকে এখন নতুন করে ভাবতে হবে। সামাজিক বাস্তবতা নিয়ে কথা বলতে হবে।”

দেশটির বর্তমান মোদি সরকারের “স্বচ্ছ ভারত” প্রচারণা বলিউডের সিনেমাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে যোগ করেন প্রেরণা।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Comments