মুক্তমণির প্রথম অস্ত্রোপচার 'সফল'

Muktamoni dies
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মুক্তামণি। আজ সকালে সে তার নিজ বাড়িতে মারা গেছে। ছবি: স্টার

মুক্তামণির ডান হতের ধমনী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার বাদ দেওয়া হয়েছে। বায়োপসি পরীক্ষার মাধ্যমে টিউমারের অস্তিত্ব ধরা পড়ার এক সপ্তাহ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা হল। ডাক্তাররা বলেছেন মুক্তামণির অস্ত্রোপচার সফল ছিল।

অস্ত্রোপচারের পর ১২ বছরের মুক্তামণির অবস্থা জানাতে হাসপাতালে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড সামন্ত লাল সেন জানান, সকাল সোয়া ১১টা নাগাদ প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে মুক্তামণিকে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়েছে। তবে শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে এমন কথা বলা যাবে না।

ড সামন্ত লাল সেন বলেন, মুক্তামণির অঙ্গচ্ছেদ করার প্রয়োজন না হলেও তার আরও অস্ত্রোপচার দরকার রয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল আজ দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তামণির হাতে বায়োপসি পরীক্ষার পর ধমনীতে টিউমারের ব্যাপারে নিশ্চিত হয় ডাক্তাররা। সকাল পৌনে ৯টার দিকে তার হাতে অস্ত্রোপচার শুরু করা হয়।

গত ৮ আগস্ট মুক্তামণির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago