বাস দুর্ভোগ: ঢাকায় কি পর্যাপ্ত বাস আছে?
আমরা জানি কি ঢাকা শহরে কতগুলো বাস চলাচল করে? দুই হাজার, পাঁচ হাজার, আট হাজার, নাকি আরও বেশি?
ডিএমপি, বিআরটিএ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য অনুযায়ী প্রায় সাড়ে চার হাজার বাস চলাচল করে ঢাকার রাস্তায়। তবে এই সংখ্যাটি যে মোটেই যথেষ্ট নয় তা বলার অপেক্ষা রাখে না। প্রতি ১২০০ যাত্রীর জন্য মাত্র একটি বাস রয়েছে এই শহরে।
এই সাড়ে চার হাজার বাসের মধ্যে অধিকাংশ বাসের অবস্থা খুব করুণ। রুট পারমিট থাকলেও অনেকগুলোই যাত্রী চলাচলের জন্য অযোগ্য।
ঢাকায় বিআরটিএ অনুমোদিত ২০০টি বাস রুটে আট হাজার বাসের রুট পারমিট দেওয়া আছে। তবে অনেক ব্যবসায়ী পরিবহন ব্যবসা ছেড়ে চলে যাওয়ায় ও অনেকে লোকসানের ভয়ে বাস নামান না বলে পারমিটের প্রায় অর্ধেক বাসই রাস্তায় দেখা যায় না।
পরবর্তী পর্বে আমরা তুলে ধরব ঢাকার বাসগুলোর দশা, দুর্দশার চিত্র এবং এসব নিয়ে যাত্রীদের মতামত। চোখ রাখুন স্টার লাইভে।
Comments