মুক্তামণির দ্বিতীয় অস্ত্রোপচার ‘সফল’: চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকরা আজ (২৯ আগস্ট) সকালে মুক্তামণির ডান হাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেছেন।
ঢামেক এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তামণির দ্বিতীয় অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন ভালো আছে।
৪৫ মিনিটব্যাপী অস্ত্রোপচার আজ সকাল সাড়ে নয়টায় শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, মুক্তামণির হাত ও কাঁধের টিউমারটি সরিয়ে ফেলা হয়েছে। “তবে তাঁর আরও অস্ত্রোপচারের প্রয়োজন।”
এর আগে আবুল বাজানদারের সফল অস্ত্রোপচারের পর মুক্তামণিসহ আরও অনেক জটিল রোগাক্রান্ত মানুষ হাসপাতালে আসছেন বলেও জানান সামন্ত লাল।
গত ১৮ আগস্ট চিকিৎসকরা দ্বিতীয় বায়োপসির মাধ্যমে জানতে পারেন যে মুক্তামণির ডান হাতে আরও টিউমার রয়েছে। এর আগে ১২ আগস্ট ১২ বছর বয়সী মেয়েটির ডান হাত থেকে তিন কিলোগ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়।
ধারণা করা হচ্ছে, মুক্তামণিকে পরবর্তী অস্ত্রোপচারগুলোর জন্য আরও ছয় মাস ঢামেক-এ থাকতে হতে পারে। সাতক্ষীরা থেকে আসা মেয়েটিকে গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়।
Comments