শীর্ষ খবর

শরণার্থী শিবিরে হাতির আক্রমণে ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে বুনো হাতির আক্রমণে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচ জন রোহিঙ্গা আহত হয়েছেন। আজ ভোরে মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।
উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি: অনুরূপ কান্তি দাশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে বুনো হাতির আক্রমণে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচ জন রোহিঙ্গা আহত হয়েছেন। আজ ভোরে মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।

উখিয়া থানার পরিদর্শক এম কাই কিসলু দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোর ৫টায় কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পটিতে বুনো হাতি আক্রমণ চালায়।

কিসলু জানান, নিহতরা হলেন, শামসুল আলম (৫৫) ও তার দুই বছর বয়সী ছেলে শহীদুল আলম।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে তারা বাংলাদেশে এসে উখিয়ার এই ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

7h ago