বলিউডের অপরাধী তারকারা

Bollywood stars

নিজেদের অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করলেও বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে আদালতে হাজির হতে হয়েছে বলিউডের অনেক খ্যাতিমান তারকাকে। সেসব তারকাদের নাম তুলে ধরা হলো পাঠকদের জন্যে।

বলিউডর অপরাধী তারকাদের কথা বলতে গেলে সঞ্জয় দত্তের নাম চলে আসে সবার আগে। অবৈধ অস্ত্র রাখার কারণে এই “খলনায়ক” ফেঁসে যান ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন অভিযোগ থেকে মুক্তি পেলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর। জেল খেটে ১৮ কেজি ওজনও হারিয়েছিলেন এই অভিনেতা। অবশেষে, ছাড়া পান ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি।

“রুস্তম”-খ্যাত সালমান খানও বিভিন্ন সময় পত্রিকার শিরোনাম হয়েছেন ফৌজদারি মামলার আসামি হয়ে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিলো তাঁর “হিট অ্যান্ড রান” মামলাটি। জনতার ওপর গাড়ি চাপিয়ে দিয়ে একজনকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত তিনি। এছাড়াও রয়েছে, বিলুপ্তপ্রায় প্রাণী হত্যার অভিযোগ। এসব অপরাধে ২০১৫ সালে তাঁকে পাঁচ বছরের সাজা দেওয়া হলেও শেষে মুক্তি মেলে তাঁর।

অপরাধী তারকাদের তালিকায় রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নামও। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের সঙ্গে ঝামেলায় পড়ে ওয়ানখেদে স্টেডিয়াম থেকে পাঁচ বছরের জন্যে বহিষ্কৃত হন তিনি।

সালমানের মতোই অবৈধ শিকারের অপরাধে অপরাধী পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত সাইফ আলী খান। এছাড়াও, মুম্বাইয়ের তাজমহল হোটেলে একজন প্রবাসী ভারতীয় ব্যবসায়ীকে আঘাত করায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিলো তাঁকে।

অপরাধীদের তালিকায় আরও রয়েছে অভিনেত্রী শিল্পাশেঠী, তাবু, সোনালী বেন্দ্রে, জন আব্রাহাম, ফারদিন খান, শক্তি কাপুর, মনিকা বেদি, ইন্দর কুমারসহ আরও কয়েকজনের নাম।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago