পূজা শোভাযাত্রা ঘিরে কলকাতায় সাজসাজ রব

​বারো মাসের তেরো পার্বণের রীতির মুকুট পড়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা শেষ হয়েছে গত শুক্রবার। তবে কলকাতায় মঙ্গলবারও প্রতিমা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে ঘুরে যাদের প্রতিমা দেখায় অ্যালার্জি; তাদের জন্যই এমন দারুণ সুযোগ।

বারো মাসের তেরো পার্বণের রীতির মুকুট পড়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা শেষ হয়েছে গত শুক্রবার। তবে কলকাতায় মঙ্গলবারও প্রতিমা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে ঘুরে যাদের প্রতিমা দেখায় অ্যালার্জি; তাদের জন্যই এমন দারুণ সুযোগ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেরা প্রতিমা নিয়ে কলকাতায় তাই দ্বিতীয় বছরের মতো ‘দুর্গা পূজা কার্নিভাল’ এর আয়োজন করল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

এবার বৃষ্টির কারণে অনেকেই কলকাতায় সেরা মণ্ডপ গুলোতে গিয়ে প্রতিমাও দেখতে পারেননি। আশা করা হচ্ছে, শোভাযাত্রায় তাদেরই উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো।

আজ মঙ্গলবারের শোভাযাত্রায় কলকাতার সেরা পূজা উদ্যোক্তাদের থেকে বাছাই করে ৬৫ টি ক্লাবের প্রতিমার অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত হয়েছে প্রশাসন। কলকাতার আশপাশের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু প্রতিমাও জায়গা পাবে। গত বছর মাত্র ৩৫ পূজা মণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় জায়গা পায়।

পূজার এই শোভাযাত্রায় রাজ্য সরকার নিজেদের প্রচারের কাজটিও কৌশলে সেরে নেয়। এবারও সেটাই করবে মমতা প্রশাসন। গত এক বছর রাজ্য সরকারের সাফল্যগুলোকে তুলে আনা হবে শোভা যাত্রায় ট্যাবলোর মাধ্যমে। রাজ্যের পর্যটন দপ্তরসহ অনেকগুলো দপ্তর বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সাফল্য তুলে ধরতে পূজা শোভাযাত্রায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

আর মাত্র কিছুদিন পর যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এমন আন্তর্জাতিক ক্রীড়া উৎসবে হাজার হাজার বিদেশি দর্শক হাজির হয়েছেন কলকাতায়। দুর্গা পূজার শোভাযাত্রায় ওই বিদেশিরাও যাতে জায়গা পান, এর জন্যও বিশেষ ব্যবস্থা করেছে তৃণমূলের প্রশাসন। শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ২৫ হাজার।

কলকাতার মেয়র এবং দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, বছরের সেরা উৎসবকে আরও স্মরণীয় করতে রাজ্য সরকার দুর্গা প্রতিমা নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রার নিরাপত্তার নিশ্চিত করবে কলকাতা পুলিশ।

দুর্গা প্রতিমার শোভাযাত্রায় সন্তোষ মিত্র স্কয়ারের সোনার শাড়ি জড়ানো প্রতিমা, চেতলা অগ্রণী সংঘ, একডালিয়া, সুরুচি সংঘ, শ্রীভূম, বাগবাজার, শোভাবাজার রাজবাড়ি, নাকতলা স্পোর্টিং ক্লাব, কাশিবাগান, বেহালার নতুন দল, টালাপার্ক সার্বজনীন, কুমোরটুলি সার্বজনীন, ভবানীপুর অবসর।

Comments