লা লিগা ছাড়তে পারে বার্সেলোনা: ক্লাব প্রেসিডেন্ট
স্প্যানিশ লা লিগাতে বার্সেলোনা নেই! রাত জেগে দেখা হবে না রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্ল্যাসিকো! এমনটা সত্যি হলে কতটা আঘাত লাগবে ফুটবলপ্রেমীদের? গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেকদিন থেকেই। এবার এমন সম্ভাবনা যে সত্যিই আছে তা জানিয়েছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ। স্পেন থেকে কাতালুনিয়া স্বাধীনতা পেলে লা লিগা ছেড়ে যেতে পারে বার্সা, এমন কথাই জানিয়ে দিয়েছেন তিনি।
স্বাধীনতার আন্দোলনে উত্তাল এখন স্পেনের কাতালুনিয়া প্রদেশ। গেল রোববার ওদের গণভোটে বাধা দেয় কেন্দ্রীয় সরকার। তাতে আহত হন অন্তত ৮০০ জন মানুষ। তবে এরপরও নাকি স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোটদিয়েছেন। দাবি আন্দোলনকারীদের।
গণভোটের পর সোমবার জোসেপ মারিয়া বার্তোমিউ বলেন, ‘এখনি চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি। তবে এই পরিস্থিতিতে আমাদের আগেভাগেই অনেক কিছু ভেবে রাখতে হচ্ছে। ’
বিষয়টি নিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদও আলোচনা করবে বলে জানান তিনি, ‘পরিচালনা পর্ষদ বসে আলোচনা করে সমাধান বের করতে হবে। স্বাধীনতা হয়ে গেলে কাতালান ক্লাব বার্সেলোনা, এসপানিওল, জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন লিগে খেলবে। সেটা স্প্যানিশ লিগ হতে পারে, ফ্রান্স লিগ ওয়ান হতে পারে আবার ইংলিশ প্রিমিয়ার লিগও হতে পারে। ’
দেশের বাইরে অন্য লিগে খেললেও চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার ব্যাপারে ছাড়পত্র আছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। লা লিগা ছাড়লেও তাই বড় কোনো সংকটে পড়বে না বার্সেলোনা। ক্লাবটির প্রেসিডেন্ট মনে করেন বরং বার্সেলোনার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে ইউরোপের অন্য লিগ। সূত্র: গোল ডটকম
Comments