৫,০০০ ডাক্তার নেওয়া হবে ৩৯তম বিসিএসের মাধ্যমে
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অধীনে ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ৫,০০০ ডাক্তার নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দৈনিক প্রথম আলো জানায়, মোট ডাক্তারদের মধ্যে ৪,৫৪২ জনকে নেওয়া হবে সহকারী চিকিৎসক এবং ২৫০ জনকে নেওয়া হবে সহকারী দন্ত চিকিৎসক পদে।
কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দৈনিকটিকে বলেন, “৩৯তম বিসিএস চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস হতে পারে। এ বিষয়ে আমরা কাজ করছি।”
তিনি জানান, প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েকটি বিসিএসের মধ্যে ৩৯তম বিসিএসে এতো বেশি চিকিৎসক নেওয়া হচ্ছে।
Comments