জেসিয়া ইসলাম নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, বাদ জান্নাতুল নাঈম

অবশেষ অবসান হলো বিতর্কের। প্রথম “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” এর খেতাব এখন জেসিয়া ইসলামের। আগের ঘোষণায় তিনি ছিলেন দ্বিতীয় অবস্থানে।
Miss World Bangladesh 2017
“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” এর খেতাব এখন জেসিয়া ইসলামের (বামে)। তথ্য গোপন করার কারণে জান্নাতুল নাঈমকে দেওয়া খেতাব আজ (৪ অক্টোবর) ফিরিয়ে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

অবশেষ অবসান হলো বিতর্কের। প্রথম “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” এর খেতাব এখন জেসিয়া ইসলামের। আগের ঘোষণায় তিনি ছিলেন দ্বিতীয় অবস্থানে।

রাজধানীর একটি হোটেলে আজ (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এই ঘোষণা দেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, মূলত তথ্য গোপন করার কারণে জান্নাতুল নাঈমকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বরে রাজধানীতে আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” এর চূঢ়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম বিবাহিত।

খবরে প্রকাশ, ২০১৩ সালে ২১ মার্চ বিয়ে করেন জান্নাতুল নাঈম। আড়াই মাস সংসারের পর তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রতিযোগিতার নিয়মে রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।

পরবর্তীতে, প্রতিযোগিতায় দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের চূঢ়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, যাদুশিল্পী জুয়েল আইচ ও সাবেক মডেল বিবি রাসেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

10h ago