রাশিয়ায় মেসি-রোনালদো থাকছেন, থাকছেন না যারা

Arjen Robben World Cup 2018
বিশ্বকাপে দেখা যাবে না আরিয়ান রোবেনের মুন্সিয়ানা, ছবি: রয়টার্স ফাইল

রাশিয়া বিশ্বকাপে বর্তমান সময়ের দুই ফুটবল মহাতারকা থাকছেন কিনা এই নিয়ে শঙ্কা ছিল সবচেয়ে বেশি। বাছাইপর্বে আর্জেন্টিনা, পর্তুগাল দুদলই যে ছিল খাদের কিনারে। শেষ মুহুর্তে এসে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ খেলা নিয়ে তাই কোন সংশয় নেই। তবে রাশিয়া বিশ্বকাপ পাচ্ছে না আরও কিছু তারকাকে, যারা কাড়তে পারতেন আলো।

বুধবার বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপে নিতে হ্যাটট্রিক করেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এরআগে মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট কাটে রোনালদোর পর্তুগাল। এদিন ঝুঁকিতে থাকা ফ্রান্স নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপ।

আর্জেন্টিনার সুখবরের দিন কপাল পুড়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির। ব্রাজিলের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলে হেরে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। ব্রাজিলের কাছে চিলির হেরে যাওয়াতেই সরাসরি বিশ্বকাপে যেতে পারছেন মেসিরা। না হয় তাদের খেলতে হত প্লে অফ। চিলি বাদ পড়ায় রাশিয়া বিশ্বকাপে দর্শকরা নিশ্চিতভাবেই মিস করবেন আলেক্সি সানচেজের পায়ের কারিকুরি। দেখতে পাবেন না আর্তুরো ভিদালের ড্রিবলিং।

ইউরোপিয়ান অঞ্চলের কঠিন বাছাইপর্ব পেরুতে পারেনি গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস। ফুটবল প্রেমীরা দেখতে পাবেন না আরিয়ান রোবেনের বল নিয়ে তীব্র গতিতে ছুটে যাওয়া। দেখা মিলবে না ওয়েসলি স্নেইডারের চোখ জুড়ানো নৈপুণ্য।

বিশ্বকাপে যেতে পারেনি  যুক্তরাষ্ট্র। অথচ ওই অঞ্চলে বিশ্বকাপে জায়গা নিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছে পানামা। ইউরোপিয়ান অঞ্চল থেকে ডাচরা বাদ গেলেও চমক হয়ে এসেছে আইসল্যান্ডের বিশ্বকাপে উৎরে যাওয়া।

বিশ্বকাপে আলো কাড়তে পারতেন আলজেরিয়ায় রিয়াদ মহারেজ। কিন্তু আফ্রিকান অঞ্চলে তার দল যে বিশ্বকাপে যাওয়ার মতন কোন মুন্সিয়ানাই দেখাতে পারেনি। বিশ্বকাপ পাচ্ছে না নেপোলির হয়ে ক্লাব ফুটবলে নজরকাড়া স্লোভাকিয়ার মারেক হ্যামসেককে।

আগামী বছর রাশিয়ায় হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে স্বাগতিকরাসহ এ পর্যন্ত ২৩টি দল নিশ্চিত করেছে।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago