টেকনাফে নৌকা ডুবে প্রাণ গেল ১২ রোহিঙ্গার
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে ১২ জন নিহত হয়েছেন। তারা নৌকাটিতে করে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছিল। নিহত আট জনের মধ্যে চারজন নারী ও ছয় জন শিশু বয়সী। আজ ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেনেন্ট জাফর ইমাম বলেন, নৌকাটিতে ৫০-৬০ জন রোহিঙ্গা ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যের দাউনখালী থেকে তারা বাংলাদেশে আসছিল। সাগর থেকে নদীতে ঢোকার মুখে তাদের নৌকাটি ডুবে যায়।
তিনি আরও জানান, নৌকাডুবির পর ১২টি লাশ পাওয়া যায়। এছাড়াও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৫-৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
Comments