মোস্তাফিজের বদলি শফিউল
টেস্ট সিরিজে দলে ছিলেন শফিউল ইসলাম। আহামরি কিছু করতে না পারায় রাখা হয়নি ওয়ানডে দলে। ফিরে এসেছিলেন দেশে। মোস্তাফিজুর রহমানের চোট আবার দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নিয়ে যাচ্ছে শফিউলকে।
আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল পা মচকে যাওয়ায় সিরিজেই বাইরে ছিটকে গেছেন কাটার মাস্টার। বাকি আছে আনুষ্ঠানিকতা। কেপটাউনে মোস্তাফিজের পায়ে স্ক্যান করার কথা। তারপর তিনি দেশে ফিরে আসবেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে শফিউলের উড়ে যাওয়া নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু, ‘ওর জায়গায় শফিউল আসবে। সে ওয়ানডে না টি-টোয়েন্টির জন্য, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে পচেফস্ট্রমে প্রথম টেস্ট খেলেছিলেন শফিউল। কাঁধের চোটে জায়গা পাননি দ্বিতীয় টেস্টে। ঘন ঘন চোটে পড়ার ইতিহাস আছে ডানহাতি এই পেসারের। তিনিই যাচ্ছে চোটে পড়া মোস্তাফিজের বদলি হিসেবে।
দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিতে দিতেই দ্বিতীয় ওয়ানডে মিস করবেন শফিউল। ২২ অক্টোবর শেষ হবে ওয়ানডে সিরিজ। ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলবেন সাকিবরা। তাতে দেখা যেতে পারে শফিউলকে।
Comments