গাছ উপড়ে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে একটি বড় গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে আজ সকালে গাছটি উপড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটায় গাছটি মহাসড়কে পড়ে যায়। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে। তারা আরও জানান, মহাসড়কটির দুদিকেই প্রায় দুই হাজারের মত যানবাহন আটকা পড়েছে। অবিশ্রান্ত বৃষ্টির সাথে তৈরি হওয়া এই যানজটে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।
পুলিশ জানায়, ব্যস্ত মহাসড়কটি থেকে তারা ইতিমধ্যে গাছ সরানোর কাজ শুরু করেছে। স্থানীয় লোকজন তাদের সহায়তা করছে। পুলিশের আশঙ্কা, গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা লেগে যাতে পারে।
Comments