রাত ৮টার মধ্যে গোটাতে হবে টিএসসির কার্যক্রম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
টিএসসিতে থাকা সামাজিক সংগঠনগুলোকে উদ্দেশ্য করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে রাত আটটার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত কার্যক্রম চালানো যাবে।
বিজ্ঞপ্তির একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পাঠানো হয়েছে।
Comments