প্রতিবেশীদের মধ্যে সবার আগে বাংলাদেশ: সুষমা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশই ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি। এর মধ্যে বাংলাদেশ সবার ওপরে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত এগিয়ে চলেছে। এ জন্যে দুদেশের পরবর্তী নেতৃত্ব তৈরিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ঢাকায় ভারতীয় দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স ও ভারত সরকারের ৭১.৬৪ কোটি টাকা অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন শেষে সুষমা এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সেসময় উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বাংলাদেশ সফরে আসেন। ২৪ ঘণ্টারও কম সময় ঢাকায় অবস্থান করবেন তিনি।
গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক করেন সুষমা স্বরাজ। বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
আজ দুপুর ২টার আগেই সুষমা স্বরাজের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
Comments