টি-টোয়েন্টিতে অধিনায়ককে পাচ্ছে না দ.আফ্রিকা
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৭ বলে ৯১ রান করার পর পেশিতে টান পেলেন। তা এমনই গুরুতর যে অন্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হলো। এবার জানা গেল টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না তিনি।
ডু প্লেসি না থাকায় দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার জেপি ডুমিনি। আর ডু প্লেসির বদলে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্লমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি খেলবে দুদল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। পচেফস্ট্রমে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় ও হবে শেষ ম্যাচ।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল : হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, (অধিনায়ক), ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, ডেভিড মিলার, উইয়ান মালডার, ড্যান পিটারসন, আন্দিলে ফেহলাকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
Comments