ফিফার বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদের জয়জয়কার

২০১৭ সালের ফিফার বর্ষসেরা ফুটবল একাদশে রিয়াল মাদ্রিদ ক্লাবের ফুটবলারদেরই আধিক্য। জিনেদিন জিদানের পাঁচ শিষ্য জায়গা করে নিয়েছেন দুনিয়ার সেরা একাদশে। বার্সেলোনার জায়গা পেয়েছেন দুজন।
২০১৭ সালের ফিফার বর্ষসেরা ফুটবল একাদশ
ছবি: ফিফা

২০১৭ সালের ফিফার বর্ষসেরা ফুটবল একাদশে রিয়াল মাদ্রিদ ক্লাবের ফুটবলারদেরই আধিক্য। জিনেদিন জিদানের পাঁচ শিষ্য জায়গা করে নিয়েছেন দুনিয়ার সেরা একাদশে। বার্সেলোনার জায়গা পেয়েছেন দুজন।

সোমবার রাতে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশের নাম ঘোষণা করা হয়। তাতে আছেন বর্তমান সময়ের সেরা ফুটবলারদের সবাই। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন রোনালদো, রামোস, লুকা মদ্রিচ, টনি ক্রুজ ও মার্সেলো। আর বার্সেলোনা থেকে আছেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। পিএসজি থেকে জায়গা পেয়েছেন নেইমার ও দানি আলভেজ। 

বর্ষসেরা একাদশ: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), দানি আলভেজ (পিএসজি), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), লিওনার্দো বেনুচ্চি (এসি মিলান), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ) , টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।  

 

Comments