৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৫,৩৭৯ জন পাশ
৩৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর লিখিত পরীক্ষায় মোট ৫,৩৭৯ জন পাশ করেছেন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) আজ (২৫ অক্টোবর) বিকেলে ৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে।
বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (বিসিএস) এওয়াইএম নেসার উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “পরীক্ষায় মোট ৫,৩৭৯ জন পরাক্ষার্থী পাশ করেছেন।”
মৌখিক পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এরপর, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত মে মাসে। লিখিত পরীক্ষায় ৮,৫২৩ জন অংশ নিয়েছিলেন।
Comments