অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ!

শিরোনামটা দেখেই অনেকে চোখ বড় করতে পারেন। বাংলাদেশ তো খেলছে দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়ারও খেলা নেই। তবে কোন অস্ট্রেলিয়াকে হারালো কোন বাংলাদেশ? ঘটনাটা হংকং সিক্স এ সাইডে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছয় ক্রিকেটার ৬ রানে হারিয়ে দিয়েছেন জন হেস্টিংদের নিয়ে গড়া অস্ট্রেলিয়াকে।
শনিবার আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ৮৮ রান করে বাংলাদেশ। ১১ বলে ৩৪ রান করেন আফিফ হোসেন। মাহিদুল করেন ৯ বলে ২২ রান। ৭ বলে ১৪ রানের ইনিংস আসে অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে।
জবাবে ৮২ রানে থেমে যায় অসিদের ইনিংস। জন হেস্টিংস ১০ বলে করেন সর্বোচ্চ ৩২ রান। কোন বোলার উইকেট না পেলেও শেষ ওভারে মাত্র ৭ রান দিয়ে জয়ের নায়ক অলরাউন্ডার আফিফ।
Comments