শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১১ জনের ২০ বছরের সাজা

১৯৮৯ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে ফ্রিডম পার্টির ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
Gavel

১৯৮৯ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে ফ্রিডম পার্টির ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর সেশন জাজের আদালতের বিচারক মোহাম্মদ জাহিদুল কবির আজ (২৯ অক্টোবর) আদালতে মামলার নয়জন আসামির সামনে এই রায় দেন।

আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।

দোষী প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে একজনকে খালাস দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে সোহেল ওরফে ফ্রিডম সোহেল, গোলাম সারোয়ার মামুন, জজ মিয়া এবং সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ কারাগারে রয়েছেন। আসামি মিজানুর রহমান, খন্দকার আমীরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ওরফে বালু এবং কাজী ইমাম হোসেন জামিনে রয়েছেন। এছাড়াও, আসামি লে. কর্নেল (অব) খন্দকার আব্দুর রশীদ, জাফর আহমেদ মানিক এবং মোহাম্মদ হুমায়ুন কবীর পলাতক রয়েছেন।

পলাতকদের শাস্তি কার্যকর করা হবে তাদের গ্রেফতার অথবা আত্মসমর্পণের দিন থেকে।

এদিকে, হুমায়ুন কবীর ওরফে কবীরকে খালাস দেওয়া হয়েছে।

২০০৯ সালের ৫ জুলাই ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়।

Click here to read the English version of this news

Comments