মিলারের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের বিশাল সংগ্রহ

ক্রিজে এসে শূন্য রানেই ক্যাচ দিয়েছিলেন ডেভিড মিলার। রুবেলের বলে উইকেটের পেছনে সে ক্যাচ হাতে জমাতে পারেননি ডেভিড মিলার। খুনে ব্যাটিংয়ের জন্য যাকে ‘কিলার মিলার’ বলে। সেই মিলারই যেন তছনছ করে দিলেন টাইগার বোলিং। সাইফুদ্দিনের এক ওভার থেকে পাঁচ ছক্কায় নিলেন ৩১ রান। মাত্র ৩৬ বলে ১০১ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গেছেন রানের পাহাড়ে। ২০ ওভারে ৪ উইকেটে ২২৪ রান করেছে স্বাগতিকরা। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড।
Shakib al Hasan celebration
উইকেট পাওয়ার পর সাকিবের উল্লাস। ছবি: এএফপি

ক্রিজে এসে শূন্য রানেই ক্যাচ দিয়েছিলেন ডেভিড মিলার। রুবেলের বলে উইকেটের পেছনে সে ক্যাচ হাতে জমাতে পারেননি ডেভিড মিলার। খুনে ব্যাটিংয়ের জন্য যাকে ‘কিলার মিলার’ বলে। সেই মিলারই যেন তছনছ করে দিলেন টাইগার বোলিং। সাইফুদ্দিনের এক ওভার থেকে পাঁচ ছক্কায় নিলেন ৩১ রান। মাত্র ৩৬ বলে ১০১ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গেছেন রানের পাহাড়ে। ২০ ওভারে ৪ উইকেটে ২২৪ রান করেছে স্বাগতিকরা। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড।

মিলারের তান্ডবের দিনে দুর্দান্ত ইনিংস খেলেও আড়ালে পড়ে গেছেন হাশিম আমলা। আউট হওয়ার আগে ৫১ বলে ৮৫ রান করেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ২১ রানে নেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। তবে এই ম্যাচটা ভুলতেই চাইবেন এই পেসার। তার করা ১৯তম ওভারের প্রথম পাঁচ বলেই পাঁচ ছক্কা মারেন মিলার। শেষ বল থেকে আসে ১ রান। ৪ ওভার বল করেই তাই ৫৩ রান দিয়েছেন এই তরুণ। এদিনও এলেবেলে বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৩ ওভার থেকেই দিয়েছেন ৪১ রান, এরপর তাকে আর বল দেওয়ার সাহস করেননি সাকিব। 

 

 

দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছে বাংলাদেশ 

টস জিতে ফিল্ডিং নিয়ে তেতে উঠেছেন টাইগার বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসানের জোড়া আঘাত ও মোহাম্মদ সাইফুদ্দিনের তোপে ৭৮ রানেই তিন উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মোসেলে ও ডুমিনিকে আউট করেন সাকিব। এবিডি ভিলিয়ার্সকে ফিরিয়েছেন সাইফুদ্দিন। ডেভিড মিলারকেও আউট করার সুযোগ মিলেছিল। রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ ছেড়ে দিয়েছেন মুশফিকুর রহিম। তবে এক প্রান্তে টিকে থেকে ফিফটি তুলে নিয়েছেন হাশিম আমলা। 

 

টস জিতে ফিল্ডিং 

সফরের বেশির ভাগ ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকায় শেষ ম্যাচটাতেও টস জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। আগের ম্যাচের একাদশের সঙ্গে পরিবর্তন এসেছে একটি। পেসার শফিউল ইসলামের জায়গায় খেলছেন ব্যাটসম্যান লিটন দাস। 

রোববার পচেফস্ট্রমে টস জিতে দ্বিধা না করেই ফিল্ডিং নিয়ে সাকিব বলেন, 'পিচ খুব ভালো। পরে ব্যাট করলেও খুব একটা চেঞ্জ হবে না উইকেটে।' 

ব্লমফন্টেইনে প্রথম ম্যাচে টস হেরেও আগে ফিল্ডিং পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে টস জিতলে আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছিলেন সাকিব। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করা ১৯৬ রানের পিছু নিয়ে ম্যাচের অর্ধেক পর্যন্ত খেলায় ছিল বাংলাদেশ। রান তাড়ার সে অনুপ্রেরণা থেকেই এবার পরে ব্যাট করার সিদ্ধান্ত। 

চার পেসার আর এক স্পিনার নিয়ে প্রথম ম্যাচে নামলেও পেসারদের ব্যর্থতায় একাদশে এসেছে বদল। মার খাওয়া শফিউল ইসলাম জায়গা হারিয়েছেন। একাদশে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা একাদশে। আগের ম্যাচে ফিফটি পাওয়া কুইন্টেন ডি কককে বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা। তার বদলে খেলছেন ম্যাঙ্গালিসো মোসেলে। ড্যান প্যাটারসনের জায়গায় খেলছেন ডোয়াইন প্রিটোরিয়াস। 

বাংলাদেশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। 

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

4h ago