কোচকে ডেকে কারণ জানতে চাইবেন নাজমুল

দক্ষিণ আফ্রিকায় মুশফিকুর রহিমের টেস্ট দল হেরেছে ২-০ তে, মাশরাফি মর্তুজার ওয়ানডে দল হেরেছে ৩-০ তে, সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দল হেরেছে ২-০ তে আর চন্দিকা হাথুরুসিংহের দল হেরেছে ৭-০ তে। তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকলেও দলের হর্তাকর্তা তো একজনই। চন্দিকা হাথুরুসিংহের কাছেই তাই হারের কারণ জানতে চাইবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার বিসিবির নির্বাচনের দিনও দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বলতে হয়েছে বোর্ড প্রধানকে।
'প্রধান কোচের মতামত আমাদের জানা দরকার। এই পারফরম্যান্স নিয়ে তার মতামত জানা প্রয়োজন। আমাদের পারফরম্যান্স কেন এমন হলো? তার কি মন্তব্য এই ব্যাপারে?'
লম্বা সফর শেষে ক্রিকেটাররা দেশে ফিরেছেন মঙ্গলবার সকালে। ওদিকে ছুটি কাটাতে কোচিং স্টাফের কেউই ফেরেননি দলের সঙ্গে। তবে বিপর্যয় অনুসন্ধানে ছুটির মধ্যেও ডেকে আনা হতে পারে কোচক, 'তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। সে যদি এখন ছুটিতে থাকে তাহলেও চেষ্টা করব দেশে এনে তার সঙ্গে কথা বলার। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।'
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জিতে যাবে এমনটা বেশিরভাগেরই প্রত্যাশা ছিল না। হারের ধরনটাই দৃষ্টিকটু। সবার সঙ্গেই তাই বসতে চান নাজমুল, 'বাংলাদেশ হারতেই পারে। তবে এভাবে হারাটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা নিয়ে তাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আসল সমস্যা কোথায় , সেটা জানতে হবে।'
দেশে সিনা টান করে খেললেও দেশের বাইরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে বেহাল দশা। সামনে আছে আরও ট্যুর। 'এত দিন বেশিরভাগ ম্যাচেই আমরা বাংলাদেশে খেলেছি। এখন কিন্তু এখন বেশিরভাগ খেলা বাইরে গিয়ে খেলব। চ্যালেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি এখন।'
বুধবার নতুন নির্বাচিত পরিচালকদের নিয়ে প্রথম বোর্ড সভা বসবে বিসিবিতে। সেখানে নাজমুল হাসান পাপনেরই ফের সভাপতি হওয়া কেবল ঘোষণার অপেক্ষা।
Comments