নির্বাচন থেকে দূরে রাখতে নীলনকশা করছে সরকার: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আজ (২ নভেম্বর) অভিযোগ করে বলেন যে সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে তাঁকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার নীলনকশা করছে।
রাজধানীর বকশী বাজারে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ক্ষমতাসীনরা আমাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে।”
তিনি আজ সকাল ১১টায় আদালতে হাজির হন।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে তহবিল সংগ্রহ করার দায়ে ২০১১ সালের ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে।
এর আগে, দুদক ২০০৮ সালের ৩ জুলাই তহবিল তসরুপের অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান এবং আরও চারজনের বিরুদ্ধে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে।
Comments