বিপিএল নিয়ে সিলেটে উৎসবের আমেজ

বিপিএলের পঞ্চম আসরের শুরুটা এবার সিলেটে। তাই নিয়েই শহরজুড়ে যতো তোড়জোড়। ব্যানার, ফেস্টুন তো আছেই। মানুষের আড্ডার বিষয়ও এই খেলা।
Lasit Malinga, Perera, Rubel
শুক্রবার সিলেটে অনুশীলনের ফাঁকে দেশি-বিদেশি ক্রিকেটারদের আড্ডা। ছবি: ফিরোজ আহমেদ

কুমার সাঙ্গাকারা এদিক ওদিক ছুটছেন। ড্যারেন স্যামি আমুদে মাতিয়ে রাখছেন। ঝাকড়া চুলে বোলিং করে চলেছেন লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনেকে দেখা যাচ্ছে তালিম দিতে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহরা তো আছেনই। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনভর দেখা গেল ক্রিকেট বিশ্বের নামডাকওয়ালা অনেক তারকা। সিলেটের মানুষের জন্য যা একেবারেই নতুন অভিজ্ঞতা।

Mashrafee & Mahmudullah
খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির খুনসুটি। ছবি: ফিরোজ আহমেদ
বিপিএলের পঞ্চম আসরের শুরুটা এবার সিলেটে। তাই নিয়েই শহরজুড়ে যতো তোড়জোড়। ব্যানার, ফেস্টুন তো আছেই। মানুষের আড্ডার বিষয়ও এই খেলা। এর আগে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি আসরে এত আগ্রহ কেন? আসলে নামে আন্তর্জাতিক ম্যাচ হলেও ঠিক আমেজটা পায়নি এখানকার দর্শক। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেসব ম্যাচ যে ছিল কোয়ালিফাইং রাউন্ডের, তাও খেলেছে ‘পুচকে’ সব দল। বাংলাদেশের কোন খেলাই হয়নি এখানে। একসঙ্গে দেশি বিদেশি এত তারকার মেলা তাই এবারই প্রথম। বিপিএল নিয়ে উত্তাপটা স্বাভাবিকই। তবে তা মাত্রাও ছাড়াতে দেখা গেছে। একটি টিকেটের জন্য রাতভর লাইনে দাঁড়িয়েছেন এখানকার দর্শকরা, খেয়েছেন পুলিশের পিটুনি। তবু দমেনি উৎসাহ।

আমুদে স্যামি। ছবি: ফিরোজ আহমেদ
সিলেট শহরটা খুব  বেশি বড় নয়। তেমন ভিড়বাট্টা নেই, তাই যানজটেরও বালাই নেই। বিপিএলের কারণে ছুটির দিনেও জটলা দেখা গেল। কোন ফ্রেঞ্চাইজি দলের বাস যেতে দেখলেই অনেকে মোবাইল ক্যামেরা অন করছেন। ক্রিকেটাররা টিম হোটেলে নামার সময়ও তাই। লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে অনেকে কালোবাজারিতে কেনার ধান্দাও করছেন, কেউ কেউ কয়েকগুন বেশি দামে টিকেট জুটিয়েও ফেলছেন। কোনভাবে সবারই শনিবার মাঠে ঢুকা চাই।

সিলেট শহরের চারপাশেই চা বাগান, সবুজের সমারোহ। বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, লালাখাল। ঘুরে বেড়ানোর জায়গাও খুব একটা দূরে নয়। তবু অভাব আছে উৎসবের। বড় কোন উৎসবের গন্ধ পেলেই তাই লাইন পড়ে যায়।  ক্রিকেট উৎসব হলে তো কথাই নেই।

বিপিএলে এবার মাঝে একদিন বিরতি দিয়ে চারদিনে সিলেটে হবে মোট আট ম্যাচ। প্রতিদিনই ম্যাচ আছে স্থানীয় ফ্রেঞ্চাইজি সিলেট সিক্সার্সের।

 

Comments