দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ সকালে বীরগঞ্জের শালবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হাবু রায়, সুশীল বালা, অমূল্য রায় ও রঙ্গিলা বালা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, সকাল ৭টার দিকে অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন নিহত হন।
ওসি আরও জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নীলফামারীর জলঢাকা উপজেলা থাকে তারা কান্তজিউ মন্দিরে যাচ্ছিলেন বলেও জানান।
Comments