মাশরাফির গায়ে 'শূন্য নম্বর'

জাতীয় দল, ফ্রেঞ্চাইজি লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ। সব জায়গায় ০২ নম্বর জার্সি পরেই এতদিন খেলছিলেন মাশরাফি মর্তুজা। এবার পেছনের ২ ছেঁটে ফেলেছেন। বিপিএলে মাশরাফি নেমেছেন ০ নম্বর জার্সি পরে।
জাতীয় দলে ক্যারিয়ার একদম শুরুতে অবশ্য ২০ নম্বর জার্সি পরতেন মাশরাফি। পরে শূন্য আগে এনে দুই পরে নিয়ে যান। তার ট্রেডমার্ক হয়ে যায় '০২'। শনিবার বিপিএলের পঞ্চম আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির রংপুর খেলছে রাজশাহী কিংসের বিপক্ষে।
মাঠে শিরিরের কথা মাথায় নিয়ে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক। সিলেটের পিচে পরে ব্যাট করা দলই বেশিরভাগ ম্যাচ জেতে। প্রথম ম্যাচেও পরে ব্যাট করে ঢাকা ডায়নামাইটসকে সহজেই হারিয়েছে সিলেট সিক্সার্স।
Comments