রংপুরের জয়ের ভিত নাফীস-মিঠুন জুটিতে

১৫৫ রান তাড়া করতে নেমে ১৫ রানেই নেই দুই উইকেট। সেখান থেকে ৭৫ রানের জুটি। উইকেটে আঁকড়ে থেকেছেন শাহরিয়ার নাফীস, ভরসা পেয়ে বড় শট খেলেছেন মোহাম্মদ মিঠুন। রংপুর অধিনায়ক মাশরাফির মতে এই জুটিই গড়ে দিয়েছে জয়ের ভিত।

১৫৫ রান তাড়া করতে নেমে ১৫ রানেই নেই দুই উইকেট। সেখান থেকে ৭৫ রানের জুটি। উইকেটে আঁকড়ে থেকেছেন শাহরিয়ার নাফীস, ভরসা পেয়ে বড় শট খেলেছেন মোহাম্মদ মিঠুন। রংপুর অধিনায়ক মাশরাফির মতে এই জুটিই গড়ে দিয়েছে জয়ের ভিত। 

প্রথম ৭ ওভারেও ৫০ তে যেতে পারেনি রংপুর রাইডার্সের ইনিংস। কিছু মন্থর ব্যাটিং করলেও উইকেট হাতে থাকায় পরে তা ঠিকই পুষিয়ে নেওয়া গেছে। ওটাই নাকি সময় উপযোগী ব্যাটিং,  'শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।'

নাফীস-মিঠুনের জুটির পর দরকার ছিলো ছোটখাটো একটা ঝড়ো ইনিংস। ২৩ বলে ৩৯ রান করে সে কাজটা শতভাগ করে দিয়েছেন রবি বোপারা। মাশরাফির কাছে বোপারার ইনিংস বিশেষ কিছু, 'রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।' 

Comments