বিপিএল ২০১৭

কুকুরের কাণ্ড!

ক্রিকেট মাঠে কুকুর
মাঠ থেকে কুকুর বের করতে ছুটছেন এক মাঠকর্মী: ফিরোজ আহমেদ

ক্রিকেট মাঠে কখনো কখনো কোন পাগলাটে সমর্থককে দেখা যায় নিরাপত্তার বেড়া ডিঙ্গিয়ে মাঠে ঢুকে যেত। এই তো কয়েকমাস আগে মাশরাফিকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। এসব 'পাগল' ভক্তদের সরিয়ে নিতে ঘাম ঝরে যায় নিরাপত্তাকর্মীদেরও। বিপিএলে এবার এক কুকুর নাজেহাল করে ছেড়েছে ক্রিকেটার, আম্পায়ার আর মাঠকর্মীদের। 

ক্রিকেট মাঠে কুকুর
মুশফিকের দিকে ছুটে আসছে কুকুর, ছবি: ফিরোজ আহমেদ
প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করছিল রংপুর রাইডার্স। তিন ওভার শেষে স্কোরবোর্ডে উঠেছে ১৪ রান। তখনই বিপত্তি। ফরহাদ রেজা চতুর্থ ওভারের প্রথম বলটি করতে যাওয়ার আগেই থেমে গেল খেলা। খেলোয়াড়, আম্পায়ার, মাঠকর্মী সবাই পিছু নিলেন এক কুকুরের। হুট করেই যে মাঠে ঢুকে পড়েছে সে। অনেকটা দিকভ্রান্ত হয়ে পাচ্ছে না বেরিয়ে যাওয়ার পথও। 

ক্রিকেট মাঠে কুকুর
ছবি: ফিরোজ আহমেদ
মাঠের এপাশ থেকে ওপাশ সব দিকেই  ছুটে বেড়াল কুকুরটি, ইলেক্ট্রনিক বিজ্ঞাপনী বোর্ডের আলোতে বেচারা যেন অনেকটা দিশেহারা। কখনো আম্পায়ার ধাওয়া করলেন, কখনো ক্রিকেটাররা। তাতে একবার বেরিয়ে গিয়ে খানিকপর আবার ঢুকে গেল। এবার রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি চাইলেন মজার ছলে তাকে বের করে দিতে। তাতেও কাজ হলো না। বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ানো মেহেদী মিরাজের দিকে ছুটে গেলে তিনি ভয়ে উলটো দৌড় দিলেন। এমন চলল মিনিট কয়েক। বন্ধ রইল খেলা। 

ম্যাচ শেষেও কুকুরকাণ্ড নিয়ে মজা করেছেন স্যামি। শিশিরের কারণে ম্যাচ শেষ হতে এমনিতেই দেরি। বারবার তোয়ালে দিয়ে বল পরিষ্কার করতে থাকায় দুই ইনিংসই শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্যামির কাছে প্রশ্ন, এতে খেলার ইন্টেনসিটি কমে গেল কিনা? স্যামির উত্তর, 'আসলে মাঝে মাঝে আপনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই যে কুকুর মাঠে ছুটে এল, এর কারণেও তো সময় গেল।'

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago