ঐশ্বরিয়া রাইয়ের ‘ফ্যানি খান’ শুটিং চলাকালে দুর্ঘটনা

Aishwarya Rai Bachchan
মুম্বাইয়ে ফ্লোরা ফাউন্টেন এলাকায় ‘ফ্যানি খান’-এর শুটিং চলাকালে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: ঐশ্বরিয়া রাই ফ্যান ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সেসময় শুটিং চলছিলো পরিচালক অতুল মাঞ্জরেকরের ‘ফ্যানি খান’ চলচ্চিত্রের। সেটে ছিলেন ছবিটির প্রধান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি একটি ট্যাক্সি ডাকছেন। আর তখনই ঘটলো দুর্ঘটনা।

গতকাল (৫ নভেম্বর) মুম্বাইয়ে ফ্লোরা ফাউন্টেন এলাকায় সাবেক এই বিশ্ব সুন্দরীর ট্যাক্সি ডাকার দৃশ্যটি নেওয়ার সময় একটি মোটর সাইকেল এসে আঘাত করে ছবিটির অন্যতম সহকারী পরিচালককে।

পরিচালকের পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় আহত সহকারী পরিচালকের নাম উল্লেখ না করে বলা হয়, “কানে এয়ার ফোন দিয়ে তিনি তাঁর ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শিল্পী, কলা-কুশলীদের সঙ্গে। এমন সময় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয়।”

বার্তায় জানানো হয়, “তখনই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আশা করা হচ্ছে, শীঘ্রই তিনি কাজে যোগ দিতে পারবেন।”

দুর্ঘটনার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।

অস্কার মনোনীত ডাচ চলচ্চিত্র ‘এভরিবডি’স ফেমাস’ ছবিটির ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া মিউজিক্যাল কমেডি ‘ফ্যানি খান’-এ ঐশ্বরিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন অনিল কাপুর এবং রাজকুমার রাও।

ছবিটি ২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

6h ago