বিপিএল নিয়ে বেটিংয়ের দ্বন্দ্বে রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা নিয়ে বেটিংয়ের দ্বন্দ্বে রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
বিপিএল নিয়ে বেটিংয়ের দ্বন্দ্বে রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা নিয়ে বেটিংয়ের দ্বন্দ্বে রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

নিহত নাসিম আহমেদ (২৩) মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ছাত্র নিহত হওয়ার খবরটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

নাসিমের ভাই ফাহিম আহমেদ পুলিশকে বলেন, সিলেটে চলমান বিপিএল-এর বেটিং নিয়ে রমজান নামের একজনের সাথে গতকাল তার ভাই দ্বন্দ্বে জড়ায়। এর জের ধরে তার ভাইকে রমজান ছুরিকাঘাত করে থাকতে পারে বলে তার সন্দেহ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে নাসিমকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার এক ঘণ্টা পর নাসিমকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

Click here to read the English version of this news

Comments