সিলেটে পাথর উত্তোলন করতে গিয়ে নিহত ৫
সিলেটে ভারত সীমান্তবর্তী বাংলা টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অবৈধভাবে সেখানে পাথর উত্তোলনের সময় আজ সকালে একটি খাদ ধসে তারা চাপা পড়ে। নিহতদের মধ্যে অন্তত চার জন শিশু বয়সী।
স্থানীয় পুলিশ দ্য ডেইলি স্টার এর সিলেট প্রতিনিধিকে জানান, নিহতরা হল জাকির (১৬), নাহিদ (১৩), শাকিল (১২) ও মারুফ (১৩)। তাৎক্ষণিকভাবে অপর জনের পরিচয় জানা সম্ভব হয়নি। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার হতাহতের খবর নিশ্চিত করে জানান সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বাংলা টিলার ওই এলাকাটি দুর্গম। সেখান থেকে পাথর উত্তোলন করা বেআইনি হলেও বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর তোলা হচ্ছিল। আজ সকালে সেখানে একটি গর্তে ধস নেমে পাথর উত্তোলনকারীরা চাপা পড়েন।
Comments