সেই সাইফুদ্দিনই কুমিল্লাকে খেলায় ফেরালেন
দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টি-টোয়েন্টি নাকি ভুলেই গিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডেভিড মিলারের হাতে এক ওভারে টানা পাঁচ ছক্কা খেয়েছিলেন। খারাপ স্মৃতি মুছে ফেলে জানিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বিপিএলে যেন সেই ছাপই রাখছেন। দ্বিতীয় ম্যাচে নেমে করেছেন দারুণ বোলিং। উইকেট পেলে দুহাত প্রসারিত করে দাঁড়ান। এই ম্যাচে তিনবার এমন উদযাপনের সুযোগ মিলল। এক ওভারে দুটি সহ ম্যাচে তিন উইকেট পেয়েছেন তিনি।
মঙ্গলবার টস জিতে চিটাগাং ভাইকিংসকে আগে ব্যাটিংয়ে পাঠায় সাইফুদ্দিনের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগাং এর দুই ওপেনার লুক রঙ্কি ও সৌম্য সরকারের ঝড়ে ৮ ওভারেই উঠে যায় ৮০ রান। রঙ্কির আউটের পর মঞ্চে আবির্ভাব সাইফুদ্দিনের। ৩৩ বলে ৩৮ রান করা সৌম্য সরকার এগুচ্ছিলেন বিপদজনকভাবে। সাইফুদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে কাবু হয়েছেন তিনি। একই ওভারে এনামুল হক বিজয়কেও আউট করেন এই পেস অলরাউন্ডার।
মাথা খাটিয়ে বল করেছেন ইনিংসজুড়ে। ব্যাটসম্যানদের দেননি জায়গা, ৪ ওভারের কোটা পূরণ করেন মাত্র ২৪ রান দিয়ে। তার আগে সোহরাওয়ার্দি শুভকে আউট করে তুলেন তৃতীয় উইকেট।
সাইফুদ্দিনের আঁটসাঁট বোলিংয়ে শুরুর ঝড়ের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে থেমে যায় চিটাগাং ভাইকিংসের ইনিংস।
Comments