কোচের পদত্যাগ নিয়ে কিছুই জানতেন না মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
মামুলি টার্গেট দিয়ে রাজশাহীকে ঠেকাতে পারেননি মাশরাফিরা। ছবি: ফিরোজ আহমেদ

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ বিষয়ে আগে থেকেই কিছুই আঁচ করতে পারেননি  বলে জানিয়েছেন মাশরাফি মর্তুজা। ওয়ানডে দলের অধিনায়ক বিষয়টি না জানায় মন্তব্যও করতে চাইলেন না।

বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে বড় হার মাশরাফির রংপুরের। রংপুর অধিনায়ককে পেয়ে সংবাদ সম্মেলনে  বেশিরভাগ প্রশ্ন হলো কোচের পদত্যাগ নিয়ে। এতে মাশরাফির প্রতিক্রিয়া কি, ‘কোচের ব্যাপারে এখনো তো সব কিছু শোনা যাচ্ছে, কমেন্ট করা কঠিন। আমি আসলে কিছুই জানি না, এইজন্যই বলছি কমেন্ট করা কঠিন। কথা চলছে যে সে রিজাইন করেছে। আবার বোর্ড থেকে বলছে তার সঙ্গে কথাও বলতে চায়। কাজেই দুরকম কথাই আছে।’

হাথুরুসিংহে ছিলেন শ্রীলঙ্কান। পরিসংখ্যানে তিনি সফল কোচ। এর আগে ডেভ হোয়াইটমোরও ছিলেন সফল, তারও ছিল শ্রীলঙ্কান সংশ্লেষ। তবে ভারত-পাকিস্তানের কোচরা আবার বাংলাদেশে এসে একদম সাফল্য পাননি। মাশরাফির মত, ‘হাথুরুসিংহের আগেও ডেভ হোয়াইটমোর সফল ছিল। কে কখন সাকসেস হয় এটা ডিপেন্ড করে । তবে অবশ্যই চিন্তা ভাবনা করেই একটা সিদ্ধান্ত নিবে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়েই নাকি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোচ। মাশরাফি বললেন, কোচ পদত্যাগ করতে পারেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে এমন কিছুই তিনি আঁচ করতে পারেননি, ‘প্রথমত আমি জানতাম না। সাউথ আফ্রিকায় আমি দু সপ্তাহ ছিলাম। সে রিজাইন করবে, করতে পারে এমন কিছুই আলাপ হয়নি। আমরা একটা ম্যাচ জিততে চাইছিলাম। ওটাই নিয়েই সব আলাপ ছিল।’

২০১৯  ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হাথুরুসিংহের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কোচ চলে যাওয়ায় তাতে ব্যঘাত হলো কিনা। টাইগারদের ওয়ানডে নেতার মত, ‘বিশ্বকাপের এখনো দেড় বছরের মতো আছে। হাথুরু যদি না থাকে নতুন কেউ এলেও মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাবে। ’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

29m ago