শাকিবের ‘প্রিয়তমা’ বুবলি
এবার শাকিব খানের ‘প্রিয়তমা’ হচ্ছেন বুবলি। তবে সেটি বাস্তবে নয়, সিনেমার কাহিনীতে। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন তিনি। শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ছবিটি তৈরি করা হবে।
বুবলি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রিয়তমা ছবিটিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম প্রায় ছয় মাস আগে। পরিচালক ছবিটির কাহিনী শুনিয়েছিলেন। পাশাপাশি ইচ্ছে পোষণ করেছিলেন শাকিব খান ও আমাকে নিয়ে ছবিটি নির্মাণের। তবে এর চিত্রনাট্য এখনো হাতে পাইনি।”
‘বসগিরি’-খ্যাত নায়িকা বুবলি বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতেও তাঁর বিপরীতে রয়েছেন শাকিব খান। বুবলি অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবিতে নায়ক হিসেবে ছিলেন শাকিব খান।
Comments