২০১৬-১৭ সালে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ: সরকার
গত অর্থ বছরে (২০১৬-১৭) দেশে প্রবৃদ্ধি হয়েছে ৭.২৮ শতাংশ। দেশের অর্থনীতির ইতিহাসে এই প্রথম এতো উচ্চমাত্রায় প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হলো যা ছিলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ (১৪ নভেম্বর) বিকেলে পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এর আগে গত অর্থ বছরে সরকার প্রাথমিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো শতকরা ৭.২৪ ভাগ। প্রবৃদ্ধির পূর্ণাঙ্গ ও চূড়ান্ত পরিসংখ্যান আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হবে বলেও পরিকল্পনামন্ত্রী জানান।
মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, গত সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিলো ৬.০৪ শতাংশ যা আগস্ট মাসের চেয়ে দশমিক ০২ ভাগ বেশি।
Comments