নজিরবিহীন রোহিঙ্গা সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নজিরবিহীন মানবিক সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
আজ (১৫ নভেম্বর) জাতীয় সংসদে আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি বেশি সংকটজনক।”
সংসদনেত্রী তাঁর বক্তব্যে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
লিখিত বক্তব্যে শেখ হাসিনা দৃঢ় আশাবাদ জানিয়ে বলেন, বিভিন্ন রকমের বাধা-বিপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে চলমান এই সংকটের সমাধান করতে সক্ষম হবে।
Comments