বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে

প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী
বারী সিদ্দিকী। স্টার ফাইল ফটো

প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বছর দুয়েক ধরে কিডনির সমস্যায় ভুগছেন বারী সিদ্দিকী। বহুমূত্র রোগও রয়েছে তার। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী আজ সকালে বাংলা দৈনিক প্রথম আলোকে জানান গত দুই বছর যাবত তার বাবা কিডনির সমস্যায় ভুগছেন। তার দুটো কিডনিই অকার্যকর হয়ে পড়ায় সপ্তাহে তিন দিন করে ডায়ালাইসিস করতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। গভীর রাতে হঠাৎ তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

সাব্বির সিদ্দিকী আরও বলেন যে তার বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎসকেরা কোনো আশার কথা বলতে পারছেন না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Click here to read the English version of this news

Comments