টাইগারদের কোচ হচ্ছেন খালেদ মাহমুদ!
জাতীয় দলের হেড কোচের পদ ছাড়া চন্ডিকা হাথুরুসিংহের ফিরে আসার আর কোন আশা দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশী নতুন কোচ নিয়োগের সম্ভবনাও নেই। স্থানীয় কোচদের মধ্যে খালেদ মাহমুদ সুজনের সম্ভবনাই দেখছেন বোর্ড প্রধান।
সোমবার বিপিএলের প্রথম ম্যাচ শেষে নাজমুল বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে আমরা যদি বাইরের কোচ না আনি তাহলে অবশ্যই আমাদের স্থানীয় কোচ হবে। আমাদের খালেদ মাহমুদ সুজন আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’
টাইগারদের কোচের হওয়ার দৌড়ে অনেকের নামই খবরে আসছে। কেউ কেউ নাকি নিজ থেকেই বিসিবির সঙ্গে যোগাযোগ করছেন। তারমধ্যে নাকি আছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার, ‘অনেকের সঙ্গেই কথা হচ্ছে। অনেকে নিজের থেকেই যোগাযোগ করেছে। ওই রকম ফাইনা্ল কোন কিছু না।’
জল অনেক গড়িয়ে গেছে। হাথুরুসিংহের আশাও তাই বাদ দিয়েছেন বোর্ড প্রধান, ‘হাথুরুসিংহের জন্য আমরা অপেক্ষা করছি না। অপেক্ষা করছি তার রিপোর্টের জন্য।’
Comments