বাইসাইকেল চালক আহত হওয়ায় চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে বাসে ধাক্কায় এক বাইসাইকেল চালক আহত হওয়ার ঘটনায় বাসটিতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
Chittagong Bus Firing
চট্টগ্রামে পুড়ে যাওয়া বাস। ছবি: স্টার/আব্দুল্লাহ আব্বাস

চট্টগ্রামে বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালক আহত হওয়ার ঘটনায় বাসটিতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

আজ সকাল ৮টার দিকে ষোলশহর রেল স্টেশনের পাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে বাইসাইকেল ও বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় থানার উপ পরিদর্শক মো. জাকির দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তেজিত জনতার হামলার খবর পেয়ে পুলিশ সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিভিয়েছে। গুরুতর আহত বাইসাইকেল চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Click here to read the English version of this news

Comments