ভারতে আসছেন উইল স্মিথ

Will Smith
‘ব্রাইট’ চলচ্চিত্রে অভিনেতা উইল স্মিথ। ছবি: সংগৃহীত

‘পারস্যুইট অব হ্যাপিনেস’-খ্যাত হলিউড অভিনেতা ভারতে আসছেন নেটফ্লিক্স এর নতুন ছবি ‘ব্রাইট’ এর প্রচারণার কাজে।

ভারত সফরের সময় গ্রামি অ্যাওয়ার্ডস বিজয়ী এই অভিনেতার সঙ্গে থাকবেন ছবিটির পরিচালক ডেভিড আয়ার, সহ-শিল্পী জোয়েল এডগার্টন এবং নুমি রাপাসি।

নেটফ্লিক্সের এই ক্রাইম মুভিটির বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে তাঁরা মুম্বাইয়ে আসবেন আগামী ১৮ ডিসেম্বর। খবর, হিন্দুস্তান টাইমসের।

এ উপলক্ষে মুম্বাইয়ে ‘ব্রাইট’-এর স্টেজ পারফরমেন্স, লাল গালিচা এবং ভক্তদের জন্যে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে।

উল্লেখ্য, ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে আগামী ২২ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago