খেলা

সিঙ্গেল না নিয়ে ঠিক করেছিলেন পোলার্ড?

শেষ ওভারে দরকার ১০ রান। স্ট্রাইকে কাইরন পোলার্ডের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। কিন্তু তবু জিততে পারল না ঢাকা। একটি ছক্কা মেরেছিলেন পোলার্ড। কিন্তু স্ট্রাইক রাখতে গিয়ে নেননি তিনটি সিঙ্গেল। পরে হয়েছেন আউট। ঢাকা হেরে যায় তিন রানে।
Perara
শেষ ওভারের নায়ক পেরেরা। ছবি: ফিরোজ আহমেদ

শেষ ওভারে দরকার ১০ রান। স্ট্রাইকে কাইরন পোলার্ডের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। কিন্তু তবু জিততে পারল না ঢাকা। একটি ছক্কা মেরেছিলেন পোলার্ড। কিন্তু স্ট্রাইক রাখতে গিয়ে নেননি তিনটি সিঙ্গেল। পরে হয়েছেন আউট। ঢাকা হেরে যায় তিন রানে। 

থিসিরা পেরেরার করা শেষ ওভারের প্রথম দুই বল থেকে এক রান নেওয়ার সুযোগ কাজে লাগাননি পোলার্ড। তৃতীয় বলে মেরেছেন ছক্কা। চার নম্বর বলেও নেননি সিঙ্গেল। পরের দুই বলে পোলার্ড, রনি দুজন হয়েছেন বোল্ড।  পোলার্ডের সঙ্গে অপরপ্রান্তে ছিলেন  মোহাম্মদ আমির। ব্যাট হাতে একদম আনাড়ি নন তিনি। তবু তাকে ভরসা করেননি। এই পরিকল্পনাই নাকি ঠিক ছিল। শেষ বলে বোল্ড হওয়া আবু হায়দার রনি পক্ষ নিয়েছেন সতীর্থের,  'ওর হয়ত প্লান ছিল ছক্কা মারার। ওর জন্য আসলে দুটি বলই পর্যাপ্ত ছিল। দুর্ভাগ্যবশত পরিকল্পনা কাজে লাগেনি।' 

প্রতিপক্ষ দলের রবি বোপারাও সমর্থন করেছেন এই চিন্তাকে,  'আমার মনে হয় না সে খুব খারাপ পরিকল্পনা ছিল। ওই মুহূর্তে আসলে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানকে ভরসা করা ঝুঁকিপূর্ণ। তার পরিকল্পনা ঠিকই ছিল। কারণ ছক্কা মারার সামর্থ্য তারই আছে। '

হাই ভোল্টেজ ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়ে দারুণ খুশি রংপুর। জেতার পর ড্রেসিং রুমে বাড়তি উদযাপন করতে গিয়ে প্রেস কনফারেন্সেও আসতে দেরি হয়েছে তাদের। জয়টা অনেক কাঙ্খিত ছিল জানিয়েছেন বোপারা, 'সবাই দারুণ খুশি। ড্রেসিং রুমে গিয়ে লম্ফজম্ফ হয়েছে। এটা খুবই কাঙ্খিত ছিল কারণ হারতে হারতে কঠিন পরিস্থিতিতে থাকার পর এমনভাবে জেতা। আমাদের জন্য অসাধারণ জয়। বিশেষ করে ঢাকাকে হারানো, ওরা সেরা দল। কাজেই এটা আমাদের জন্য বড় জয়।'

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

1h ago